সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
Class 7 1st Week Assignment Question With Answer 2021. Class seven all of the students easily get here their all of the subject assignment question with best answer. Stay with us to get here your Class wise first week assignment question.
How to get highest marks in Assignment: It’s very simple to get highest marks in assignment just you need to follow the question what the question want and how to make perfect answer about that.
Class 7 1st Week Assignment Question With Answer 2021
Class 7 assignments
recent assignment Question with answer
Follow our Answers below
যৌক্তিকতা নিরুপণ:
নিচে উল্লিখিত অংশটি সাধুরীতিতে রচিত। উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধর।
‘সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতােমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে’।
সমাধানঃ
উপরের উদ্দীপকের অনুচ্ছেদটি সাধু ভাষায় রচিত । অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়াপদ, অবয় ও তৎসম শব্দগুলাে নিম্নরূপ:
সর্বনাম শব্দঃ তাহা
ক্রিয়াপদঃ পাইলাম, আসিয়া, দিয়া, করিয়া, লইয়াছে।
অব্যয় পদঃ সহিত, ইতােমধ্যে
তৎসম/সংস্কৃত শব্দঃ সাক্ষাৎ, ক্ষুদ্র, হৃদয়
সাধু ভাষার যােক্তিকতা নিরূপণঃ
আমরা জানি সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ/দীর্ঘ রূপ ব্যবহার করা হয়। দেখুন অনুচ্ছেদটিতেও সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়েছে। যেমন: পাইলাম, সহিত, তাহা, আসিয়া, করিয়া ইত্যাদি। সাধু ভাষায় অব্যয় বা অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়ে থাকে। অনুচ্ছেদটিতে দিয়া অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। এছাড়াও এই অনুচ্ছেদে কিছু তৎসম শব্দ ব্যবহৃত হয়েছে। তাই উপর্যুক্ত বিষয়সমূহ দেখে আমরা বুঝতে পারি অনুচ্ছেদটি সাধু ভাষায় লেখা হয়েছে। সুতরাং উপর্যুক্ত যুক্তিতে যােক্তিতা নিরূপণ করা হলাে