সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
MOWR Exam Question Full Solution, Ministry of Water Resources Job exam question solution 2020, Ministry of Water Resources written exam question solution 2020, Ministry of Water Resources question full solution, Ministry of Water Resources question solution get here, Ministry of Water Resources exam question and solution 2020.
Every type of job circular, Exam date, admit card publishing date and job exam result you can get here by our web site. This job circular publishes today every applicant can apply for this post to maintain all conditions and offer himself for this job. Only a hard worker and a healthy person can get here a great opportunity for him/ her.
Bangladeshi all job circular and job exam notice you can get here. We try to post always clear circular in our site so it’s will give you a great reading mode and our feature image help you to understand what type of job it’s really are? you can search or try to find out here old job circular and notice our all job notice and circular save here date by date.
MOWR Exam Question Full Solution
see the solution here
প্রশ্ন-১। অনুচ্ছেদ লিখুন: “দেশের সার্বিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা।
বিগত কয়েক বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব সম্প্রসারণ ঘটেছে। প্রযুক্তিভিত্তিক তথ্য ও সেবা পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। বিশেষজ্ঞরা তথ্যপ্রযুক্তিভিত্তিক এই অবিস্মরণীয় উন্নয়ন ও অগ্রগতিকে আখ্যায়িত করছেন ডিজিটাল রেনেসাঁ বা ডিজিটাল নবজাগরণ হিসেবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কয়েকটি অনুষঙ্গের ওপর গুরুত্বারোপ করে কাজ করে চলেছে। সে অনুষঙ্গগুলো হল : (ক) কানেক্টিভিটি ও আইসিটি অবকাঠামো (খ) মানবসম্পদ উন্নয়ন (গ) আইসিটি শিল্পের উন্নয়ন (ঘ) ই-গভর্নেন্স প্রতিষ্ঠা এবং অন্যান্য। অবকাঠামো উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সারা দেশের উপজেলা পর্যায় পর্যন্ত কানেক্টিভিটি স্থাপনের জন্য বাংলাগভর্নেট ও ইনফো সরকার-২ প্রকল্প বাস্তবায়ন করেছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিদ্যমান জাতীয় ডাটা সে›ক্ষারটির (Tier-3) সক্ষমতা বৃদ্ধি করে সে›ক্ষারটির ওয়েবহোস্টিং ক্ষমতা ৭৫০ টেরাবাইটে উন্নীত করা হয়েছে। আইসিটি শিল্পের উন্নয়নে ইতিহাসে মাইলফলক সৃষ্টি হয়েছে। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তিভিত্তিক উৎপাদিত পণ্য ও সেবা এবং দেশের আইসিটি শিল্পকে দেশে ও বিদেশে তুলে ধরার লক্ষ্যে বিগত কয়েক বছরে নানা ইভেন্টেরও আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং শেখার মাধ্যমে আগামীদিনে সারা বিশ্বে যে ২ মিলিয়ন প্রোগ্রামারের প্রয়োজনীয়তা দেখা দেবে, সে বিশ্ববাজারে আমাদের অবস্থান পোক্ত করতে এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে তুলবে। তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনীকে উৎসাহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সর্বাধিক গুরুত্বারোপ করেছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণকে এগিয়ে নিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতিমধ্যেই উল্লেখযোগ্য কিছু ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে। তাই তরুণেরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ।
প্রশ্ন-২। সন্ধি বিচ্ছেদ করুন।
ক) পদ্ধতি = পদ্ + হতি
খ) অন্বেষণ = অনু + এষণ
গ) বর্জন = বৃজ + অন
ঘ) মনীষা = মনস্+ঈষা
ঙ) তন্বী = তনু+ঈ
প্রশ্ন-৩। অর্থসহ বাক্য রচনা করুন।
ক) রাবণের চিতা = চির অশান্তি ( সংসারের ঝামেলায় তার জীবন যেন রাবণের চিতা )
খ) সাক্ষী গােপাল = নিষ্ক্রিয় দর্শক ( আমাদের দেশের সুশীল সমাজ যেন সাক্ষী গােপাল)
গ) হেঁড়ে গলা = কর্কশ ও মোটা কণ্ঠ (গলা) ( তার হেঁড়ে গলায় গান শুনে আমার কান ঝাপসা হয়েছে গেছে)
ঘ) তালপাতার সেপাই = ক্ষীণজীবী ( আমাদের জীবনটা যেন তালপাতার সেপাই )
ঙ) হাত-ভারি = কৃপণ ( তার স্বামী একজন হাত-ভারি লোক)
প্রশ্ন-৪। এক কথায় প্রকাশ করুন।
ক) পাখির ডাক = কাকলি
খ) যার বংশ পরিচয় এবং স্বভাৰ কেউ জানে না = অজ্ঞাতকুলশীল
গ) কোথাও উচু কোথাও নিচু = বন্ধুর
ঘ) যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা
ঙ) যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা
প্রশ্ন-৫। বিপরীত শব্দ লিখুন।
ক) অতীন্দ্রিয় = ইন্দ্রিয়
খ) ব্যাষ্টি = সমষ্টি
গ) অশনি = শুভ
ঘ) ভূত = ভবিষ্যৎ
ঙ) অপচয় = সঞ্চয়
প্রশ্ন-৬ শুদ্ধ করে বাক্যটি লিখুন।
ক) আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি= আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি
খ) দৈন্যতা সব সময় ভাল নয় = দৈন্য সব সময় ভালো নয়
গ) সৰ বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে = সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে
ঘ) ভাত ছড়ালে শালিকের অভাব হয় না = ভাত ছড়ালে কাকের অভাব হয় না
ঙ) মুমূর্ষু রোগীকে সেবা করা উচিত = মুমূর্ষুকে সেবা করা উচিত
প্রশ্ন-৭। ইংরেজিতে অনুবাদ করুন।।
ক) সূর্য একটি ছােট তারা = The sun is a Little star.
খ) গােলাপটি কত সুন্দর! = How beautiful the rose is!
গ) তুমি কি কখনাে কুয়াকাটা গিয়েছ? = Have you ever been to Kuakata.
ঘ) আমার ঠাণ্ডা লেগেছে = I have caught a cold
ঙ) ৰালিকাটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল =The girl went to her mother dancing.
প্রশ্ন-৮। Write a paragraph on International Mother Language Day
In the history of our country, people of the country have many days to remember. 21st February is mentionable one. The day is observed as the International Mother Language Day. It is a red letter day in our life. It has its own background. Our Language day, “Omor Ekushe February” was declared as International Mother Language Day by the UNESCO On November 17, 1999.This great occasion reminds us of those heroic sons of the soil who sacrificed their lives for the establishment our mother tongue ‘Bangla’ as the state language in 1952. Rafiq, Salam, Jabbar, Barkat were among those who sacrificed their lives for this great cause. On this day, at dawn people wearing black badges on their shoulders go to the “Shaheed Minar” barefooted with flowers to pay homage to the martyrs. They sing the mournful song “Amar vaiyer rokte rangano…….”. We observe the day to mark the importance of the day. It has great image and tradition in the country. This is a national holiday. We observe this day with due honour and dignity. The day is celebrated with proper status and amusement all over the country. On the occasion of this day social, political and cultural organizations arrange different cultural functions. Newspapers bring out special supplements while radio and satellite television channels air special programmes. This day is a source of inspiration for us. We are proud of the day.
প্রশ্ন-৯ Fill in the gaps
ক) He is senior … me. Ans: to
খ) He is … one eyed man. Ans: a
গ) You are …Nazrul I see. Ans: a
ঘ) Open … page 40. Ans: at
ঙ) He died … over eating. Ans: from
প্রশ্ন-১০ Make sentences with the following phrase & Idioms (বাংলা অর্থসহ)।
a) At a deadlock = অচলাবস্থায় ( Thia fashion is at a deadlock.
b) In a body = দলবদ্ধভাবে ( He went at school in a body)
c) Ups and downs = উত্থান পতন ( I have my ups and downs in my life)
d) Take into a accounts =বিবেচনার বিষয়ীভূত করা ( His plan did not take into account the possibility of rain)
e) A Man of Letters= পন্ডিত লোক ( “He wished to fashion for himself a career as a man of letters”)
প্রশ্ন-১১ বাংলায় অনুবাদ করুন।
ক) Rome was not built in a day = কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না
খ) The child came to me crying = শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো।
গ) It is raining cats & dogs = মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ঘ) I don’t know how to swim = সে সাঁতার জানে না
ঙ) A garden is not only source of beauty = বাগান শুধু সৌন্দর্যের উৎস নয়।
প্রশ্ন-১২ Correct the following sentences.
a) One of the books was lost.
b) Eighty miles are a long distance.
c) The thief ran out.
d) He was hung for murder.
e) Though he is poor but he is honest.
প্রশ্ন-১৩ ২২০ মিটার ও ২৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় ৪৫ ও ৫৫ কি.মি. বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকে। কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে?
প্রশ্ন-১৪ উৎপাদকে বিশ্লেষণ করুন: a3-7a-6
প্রশ্ন-১৫। একটি ঘরের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৩.৫ মিটার উচ্চতা ৩ মিটার এবং এর দেওয়ালগুলাে ১৫ সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত?
প্রশ্ন-১৬ মান নির্ণয় করুন: a + b = √3 এবং a2-b2 = √6 হলে ab এর মান নির্ণয় করুন।
প্রশ্ন-১৭। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক) ১৭ এপ্রিল ১৯৭১ সাল কেন বিখ্যাত?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ পূর্ব ঘোষণা মোতাবেক কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথ তলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়।
খ) সর্বোচ্চ বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি কোনটি? উত্তরঃ সর্বোচ্চ বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি বীরশ্রেষ্ঠ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কৰে? উত্তরঃ ১০ জানুয়ারি
ঘ) বাংলাদেশের জাতীয় সংসদের নকশাকার কে? উত্তরঃ লুই আই কান
ঙ) স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্রের নাম লিখুন। উত্তরঃ ভুটান
প্রশ্ন-১৮ । সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক) বাংলাদেশে জাতীয় শিশু দিবস কত তারিখে পালন করা হয়? উত্তরঃ ১৭ মার্চ
খ) বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বনের নাম কি? উত্তরঃ সুন্দরবন
গ) অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? উত্তরঃ মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার।
ঘ) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? উত্তরঃ রাষ্ট্রপতি
ঙ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? উত্তরঃ ৪ টি
প্রশ্ন-১৯ । সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক) United Nations Day কত তারিখে পালিত হয়? উত্তরঃ ২৪ অক্টোবর
খ) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্নকারী খালের নাম কী? উত্তরঃ পানামা খাল
গ) তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তরঃ ডেটা
ঘ) গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? উত্তরঃ ছয় ঘন্টা
ঙ) মেক্সিকোর রাজধানীর নাম কি? উত্তরঃ মেক্সিকো সিটি
প্রশ্ন-২০। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক) “অসমাপ্ত আত্মজীবনী’ এর লেখক কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) CPU এর পূর্ণরূপ কী? উত্তরঃ Central Processing Unit
গ) জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন? উত্তরঃ শিব নারায়ণ দাস
ঘ) বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? উত্তরঃ বীরশ্রেষ্ঠ
ঙ) বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? উত্তরঃ টেকনাফ
More information: Our job exam alert site always tries to give all job news faster than another site so stay with us and visit every day our site for the news update. All job circular, newspaper circular, govt. job circular, bank job circular and a private company limited job circular, exam date, admit card and result in you easily get by using this app or visit every day our website. We always try to give real news .
Every job applicant can install their mobile android app jobs Exam Alert cause we send all information by this app in the messaging system when an applicant install this app he or she gets a notification then they can visit our site and can see their preferable notice. Job exam alert apps installer members at this moment 1 lakh 50 thousand so you also can be a member of our jobs exam alert family. When you feel any hesitation or problem about any job circular you can message or comment in our admin’s post, we try to solve your any job-related questions and problem.
We have two job site and largest learning group on facebook so our team stays always with you for help online. We give by our site jobs title, posts name, and vacancy, job publishes date, application last date and starting date it’s will help you obviously. If anybody have any comment or advice for our work or plan he can message us we get a great idea for our job site and try to correction of our any errors.
Some advice for online job applying system see it carefully: Here you set up your post name and bio-data, educational qualification, and give here a clear photo for online apply 300*300 photo size image and signature 300*80 to set up in the site and can easily be applied.