CGA Exam Question Solution 2022

Question Solution

সকল  চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে  Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert

CGA Exam Question Solution 2022, Today CGA Exam Question Solution 2022, Recent CGA Exam Question Solution 2022, Latest CGA Exam Question Solution 2022, CGA Exam Question Solution 2022 pdf, Office of the Controller General of Accounts Exam Question Solution 2022, www.cga.gov.bd,

Office of the Controller General of Accounts today take a MCQ exam for several types of post. All of the CGA examine can see their exam question and full solution here. You also can understand how many marks you get in this exam. Just you need to compare your answer with our solution then find out what is your wrong answer there.

CGA Exam Question Solution 2022

 হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদের নাম: জুনিয়র অডিটর

সময়: ১.৪৫ ঘন্টা               পরীক্ষার তারিখ: ০১-০৪-২০২২                    পূর্নমান: ১০০

বাংলা অংশের সমাধানঃ

১। ”বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” – কার লেখা? উত্তরঃ জীবনানন্দ দাশ

২। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ – চরণটির রচয়িতা কে? উত্তর: সুকান্ত ভট্টাচার্য

৩। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তর:  আগুনের পরশমনি

৪। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির গীতিকার কে? উত্তর: আবদুল গাফফার চৌধুরী

৫। ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরণের গ্রন্থ? উত্তর:  উপন্যাস

৬। ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’- কে সম্পাদনা করেছেন? উত্তর:  হাসান হাফিজুর রহমান

৭। নিচের কোন বানানটি সঠিক? উত্তর: পরিষ্কার

৮। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর: ধ্বনি

৯। বাংলা স্বরবর্ণ কয়টি? উত্তর: ১১ টি

১০। ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন ‍দুটি বর্ণ রয়েছে? উত্তর:  দ + ধ

১১। নিম্নের কোনটি শব্দের আগে বসে? উত্তর: উপসর্গ

১২। নিচের কোনটি গুনবাচক বিশেষ্য? উত্তর: মধুরতা

১৩। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? উত্তর: জীবন

১৪। ‘হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?  উত্তর: আরবি

১৫। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর: ধাতু

১৬। ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ? উত্তর: ঘ্রা + আন

১৭। সমাস ভাষাকে – উত্তর:  সংক্ষেপ করে

১৮। কোনটি উভয় লিঙ্গ? উত্তর: সন্তান

১৯। ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি? উত্তর: কবিতাগুচ্ছ

২০। ছাদ থেকে পানি পড়ে – কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদানে ৫মী

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদের নাম: অডিটর

গণিত অংশের সমাধানঃ

১. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তরঃ ২৫৩ [কারণ ২৩ X ১১ = ২৫৩]

২. ১ জন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত? উত্তরঃ ১৫ টি

৩. কোনটি সবচেয়ে ছোট? উত্তরঃ ২/১৩

৪. √১ + √১ এর বর্গ কত? উত্তরঃ ৪

৫. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? উত্তরঃ ২০%

৬. কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়? উত্তরঃ ১৮

৭. কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান? উত্তরঃ ১৪০

৮. ০১ × ২/৫ = ? উত্তরঃ .০০৪

৯. x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে? উত্তরঃ ১০  

১০. এক নটিক্যাল মাইল কত মিটার? উত্তরঃ ১৮৫৩.১৮ মিটার

১১. ১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান? উত্তরঃ ২.২১

১২। ‍a+b = 7, ab = 10 হলে a²+b²+3ab = কত? উত্তরঃ 59

১৩। একটি সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি ও ৮ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? উত্তরঃ ২৪

১৪। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? উত্তরঃ ১২৮

১৫। ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত? উত্তরঃ ১৫

১৬। একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? উত্তরঃ ৩৮৪  

১৭। এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেমি? উত্তরঃ ৬.৪৫

১৮। ৯০ কোন সংখ্যার ৭৫%? উত্তরঃ ১২০

১৯। নীচের কোনটি ০.৪৫ এর সমান? উত্তরঃ ৪৫%

২০। ৫ এর কত শতাংশ ৭ হবে? উত্তরঃ ১৪০

 

জব’স পাসওয়ার্ড এর recent job solution 2021 (১৪০+ সেট প্রশ্নের ব্যাখ্যা সহ) বইটি পাবেন ১০ জানুযারির মধ্যে

বইটিতে যা যা থাকছেঃ

১। ২০২১ সালে অনুষ্ঠিত চাকরির নিয়োগ পরীক্ষার ১৪০ (+) সেট প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।

২। ১৪০ সেট প্রশ্নের মধ্যে ৮০ সেট  MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান এবং

৩। ৬০ সেট লিখিত পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।

কেন বইটি পড়বেন?  

একজন চাকরীর প্রার্থী Recent Job Solution বইটি সাধারণত প্রশ্নের ব্যাখ্যা এবং চাকরির পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ করার জন্য পড়ে থাকে। আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। বইটি যেসব কারণে পড়বেনঃ

১। বইটির প্রশ্নের সেট প্রতিষ্ঠান অনুযায়ী সাজানো হয়েছে।

২। বইটিতে বিশ্লেষণ করা হয়েছে কোন অধ্যায় থেকে কত মার্ক কমন এসেছে।

৩। আপনাদের বিশ্লেষণ সহজ করার জন্য আমরা প্রশ্নের সাথে বিগত কোন বছর থেকে এবং কোন প্রতিষ্ঠান থেকে প্রশ্ন এসেছে তা সংযুক্ত করা হয়েছে।

৪। সহজ ও প্রাঞ্জল ভাষায় যতটুকু ব্যাখ্যা প্রয়োজন ততটুকু ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে।

৫। লিখিত প্রশ্নের সকল অংশের সমাধান সংযুক্ত করা হয়েছে।

৬। ২০২১ সালে অনুষ্ঠিত ব্যাংক, বিসিএস, অধিদপ্তর, মন্ত্রণালয়, বিভাগ, বোর্ডসহ বিভিন্ন  চাকরির নিয়োগ পরীক্ষার ১৪০ (+) সেট প্রশ্ন সংযুক্ত করা হয়েছে।

অন্য বই থেকে বইটি কেন আলাদাঃ

বিগত সালের তথ্য সংযুক্তঃ পরীক্ষার প্রশ্ন বিগত কোন সালের পরীক্ষা থেকে এসেছে সেই তথ্যগুলো সংযুক্ত করা আছে।

অধ্যায় ভিত্তিক বিশ্লেষণঃ প্রতিটা পরীক্ষার প্রশ্ন  কোন অধ্যায় থেকে কত মার্ক কমন এসেছে তা  বিশ্লেষণ করা করা হয়েছে ।

বইটি প্রকাশ হবেঃ খুব দ্রুত

বাংলা অংশের সমাধানঃ

২১। শুদ্ধ বাক্য কোনটি? উত্তরঃ অধ্যয়নই ছাত্রদের তপস্যা

২২। ‘অশ্রু’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ নেত্রবারি

২৩। ‘আরোহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ অবরোহণ

২৪। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তরঃ কাবিলের বোন [আল মাহমুদ রচিত কাবিলের বোন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস]  

২৫। নীচের কোনটি তৎসম শব্দ? উত্তরঃ পাত্র

২৬। “এ যে আমাদের চেনা লোক” – বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ? উত্তরঃ বিশেষণ

২৭। “যদিও তার বয়স হয়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি” – বাক্যটি কোন ধরণের বাক্য? উত্তরঃ যৌগিক বাক্যে

২৮। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? উত্তরঃ কুলটা [নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিঃ- কুল + অটা = কুলটা]

২৯। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? উত্তরঃ রাজপুত্র [রাজার পুত্র= রাজপুত্র]

৩০। নীচের কোনটি অব্যয়ীভাব সমাস? উত্তরঃ সামীপ্য [দোনলা, একচোখা, ঊনপাঁজুরে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি]  

৩১। “তোমাকেই ঢাকা যেতে হবে”- কোন ধরনের বাচ্য? উত্তরঃ ভাববাচ্য

৩২। ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারটির অর্থ কী? উত্তরঃ পাগলামি

৩৩। এক কথায় প্রকাশ কর- “কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে” উত্তরঃ আত্মনিষ্ঠ

৩৪। “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল”- এই বৈষ্ণবপদের রচয়িতা কে? উত্তরঃ জ্ঞানদাস  

৩৫। কোনটি মর্সিয়া সাহিত্য? উত্তরঃ জঙ্গনামা

৩৬। ‘রামায়ণ’ কে রচনা করেন? উত্তরঃ বাল্মীকি

৩৭। ‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রধান চরিত্র? উত্তরঃ দুর্গেশনন্দিনী

৩৮। চর্যাপদে কত জন কবির পদ রয়েছে? উত্তরঃ ২৪

৩৯। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? উত্তরঃ ভারতচন্দ্র রায়

৪০। ‘জাপান যাত্রী’ এর রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৪১। হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? উত্তরঃ মিশুক [মিশুক ও স্টেপস্ উভয়ই হামিদুজ্জামান খান এর স্থপতি, অপশনে প্রথমে মিশুক থাকায় উত্তর মিশুক]  

৪২। মুজিববর্ষের ক্ষনগণনা শুরু হয় কত তারিখে?  উত্তরঃ ১০-০১-২০২০ (১০ জানুয়ারি ২০২০)

৪৩। ‘নোয়া ১৮’ কী? উত্তরঃ কোনটিই নয়

৪৪। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? উত্তরঃ ৫৮

৪৫। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? উত্তরঃ কার্টাগেনা

৪৬। প্রতিসরণ এর উদাহরণ—  উত্তরঃ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা

৪৭। নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়—  উত্তরঃ কয়লা [গ্যাস ও কয়লা উভয়ই নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়, অপশনে কয়লা আগে থাকাই উত্তর কয়লা হবে]    

৪৮। নাইট্রিক এসিড ব্যবহৃত হয়— উত্তরঃ সোনার গহনা তৈরিতে

৪৯। সরিষার তেলে’ কোন উপাদানটি পাওয়া যায়? উত্তরঃ ইরোসিক এসিড

৫০। পিসিকালসার—উত্তরঃ মৎস্য চাষ বিষয়ক

৫১। ‘সোয়াইন ফু’ রোগের বাহক? উত্তরঃ শূকর

৫২। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? উত্তরঃ শশাঙ্ক

৫৩। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ [ (শাসনকাল ১৪৯৩-১৫১৯) ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান।]

৫৫। ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি? উত্তরঃ উপরের সবগুলো

৫৬। বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? উত্তরঃ ৬ টি [টস্পটগুলো হচ্ছে— উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী ও মোহনা অঞ্চল এবং নগরাঞ্চল।]

৫৭। ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি? উত্তরঃ ভারত

৫৮। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝঁকিতে অন্তর্ভুক্ত? উত্তরঃ সমুদ্র  পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

৫৯। ই-গভর্নেন্স এর উদ্দেশ্য- উত্তরঃ সবগুলো

৬০। ‘কসমিক ইয়ার’-উত্তরঃ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল

 

ইংরেজি অংশ সমাধানঃ

৬১। Which is the feminine form of ‘Captain’? উত্তরঃ None of them

৬২। “All spoke in his favour”- here ‘all’ is? উত্তরঃ pronoun  

৬৩। A doctor who treats eye diseases-উত্তরঃ ophthalmologist

৬৪। Fill in the gap with the correct form of the verb: “The Police ____ informed yesterday.” উত্তরঃ were

৬৫। Who is the author of “A Farewell To Arms” উত্তরঃ Ernest Hemingway

৬৬। A speech full of too many words is- উত্তরঃ A verbose speech

৬৭। What is the meaning of ‘soft soap’? উত্তরঃ flattery for self motives

৬৮। Which of the following words are dissimilar to the other three? উত্তরঃ Diphtheria

৬৯। Which one of the four below is most unlike the other three? উত্তরঃ Steady

৭০। Water is to Oxygen as salt to? উত্তরঃ Sodium

৭১। ‘Hold water’ means- উত্তরঃ bear examination

৭২। Trace the odd pair in the following-উত্তরঃ Teacher and student

৭৩। What is the synonym of ‘jovial’ উত্তরঃ A jolly

৭৪। What is the synonym of ‘emancipate’ উত্তরঃ set free

৭৫। “What are you so angry —— ?” the word in the gap is- উত্তরঃ about

৭৬। “There are ——- dangerous drivers.” the word in the gap. উত্তরঃ a lot of

৭৭। The phrase ‘Achilles Heel’ means? উত্তরঃ a weak point

৭৮। “Credit Tk 50 —– my account.” the word in the gap is- উত্তরঃ to

৭৯। An ordinance is? উত্তরঃ a law

৮০। Syntax means- উত্তরঃ sentence building

Office of the Controller General of Accounts Exam Question Solution 2022

Every type of job circular, Exam date, admit card publishing date and job exam result you can get here by our web site. This job circular publishes today every applicant can apply for this post to maintain all condition and offer himself for this job. Only a hard worker and a healthy person can get here a great opportunity for him/ her.

Bangladeshi all job circular and job exam notice you can get here. We try to post always clear circular in our site so it’s will give you a great reading mode and our feature image help you to understand what type of job it’s really are?  you can search or try to find out here old job circular and notice our all job notice and circular save here date by date.

More information: Our job exam alert site always tries to give all job news faster than another site so stay with us and visit every day our site for the news update. All job circular, newspaper circular, govt. job circular, bank job circular and a private company limited job circular, exam date, admit card and result in you easily get by using this app or visit every day our website. We always try to give real news .

www.cga.gov.bd

Every job applicant can install their mobile android app jobs Exam Alert cause we send all information by this app in the messaging system when an applicant install this app he or she gets a notification then they can visit our site and can see their preferable notice. Job exam alert apps installer members at this moment 1 lakh 50 thousand so you also can be a member of our jobs exam alert family. When you feel any hesitation or problem about any job circular you can message or comment in our admin’s post, we try to solve your any job-related questions and problem.

We have two job site and largest learning group on facebook so our team stays always with you for help online. We give by our site jobs title, posts name, and vacancy, job publishes date, application last date and starting date it’s will help you obviously. If anybody have any comment or advice for our work or plan he can message us we get a great idea for our job site and try to correction of our any errors.

Some advice for online job applying system see it carefully: Here you set up your post name and bio-data, educational qualification, and give here a clear photo for online apply 300*300 photo size image and signature 300*80 to set up in the site and can easily be applied.